Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কমলা রাণীর দিঘি ( সাগর দিঘি )
স্থান
রাজনগর
কিভাবে যাওয়া যায়
মৌলভীবাজার হইতে রাজনগর বাজারে এসে রাজনগর-বালাগঞ্জ রাস্তা দিয়ে রিক্সা, অটো রিক্সা বা বাসে করে সাগর দিঘির পাড় বললে এখানে নামিয়ে দেবে।
বিস্তারিত

কমলা রানীর দিঘি (সাগর দিঘি) একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। রাজা সুবিদ নারায়ন এ দিঘিটি খনন করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা রানী। তার স্ত্রীর নামানুসারে এই দিঘিটির নমকরন করা হয়েছিল কমলা রানীর দিঘি। কলের বিবর্তনে এটি সাগর দিঘি নামে পরিচিতি লাভ করে। এটি মৌলভীবাজার জেলার বৃহত্তম দিঘি। এর পাড়ে হয়রত শাহজালাল (রা) এর অন্যতম আওলিয়া হযরত শাহ কুতুব উদ্দিন (রা) এর মাজার অবস্থিত। এর প্রাকিৃতিক রুপ একটি অপরোপ সৌন্দর্যে জনসাধারনকে আকৃষ্ট করে রেখেছে। দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে আসে।